বিশ্বনাথে প্রথম মেয়র কে হচ্ছেন?

আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের ‘প্রবাসী অধ্যুষিত’ খ্যাত বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন। দীর্ঘদিন অপেক্ষার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে চলছে সরগরম আলোচনা। প্রার্থীরা শেষ মুহুর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। কে হচ্ছেন প্রবাসী এলাকার প্রথম পৌর মেয়র?

স্থানীয় অনেক ভোটার জনান, ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দলই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কিন্তু, ভোট শেষে সবাই বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যায়। ভোটের আগে মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পা দেয় সবাই। বিশেষ করে বয়স্ক নাগরিকরা বেশি পা দেয় এই মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে। আর কয়েকদিন পরই নির্বাচন আর তার পরই বোঝা যাবে কার প্রতিশ্রুতি কত দাম ছিল।
পৌর শহরের বিভন্ন ওর্য়াডে অনেক ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা প্রবীন প্রার্থীদের উপর বেশি ভরসা করছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ৭৭জন বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তাদের মধ্যে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ১৩ জন এবং ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৫৮জন প্রার্থী রয়েছেন।

আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থীদের মধ্যে ‘নৌকা’ প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ ‘খেজুর গাছ’, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান ‘জগ’, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ‘হ্যাঙ্গার’ যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী মুমিন খান মুন্না ‘মোবাইল ফোন’ এবং যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন পেয়েছেন ‘নারকেল গাছ’ প্রতীক। পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৪৭০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯জন এবং নারী ভোটার ১৭ হাজার ১৯১জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ অক্টোবর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পূনর্বিন্যাস বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এক সভায় বিশ্বনাথকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। এরপর ১৯ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৪২ ধারার (১) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পৌরসভার প্রশাসক হিসেবে তৎকালীন ইউএনও বর্ণালী পালকে নিয়োগ দেওয়া হয়। তারপর ৯টি ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি থেকে পৌরসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।