সিলেটে সকাল থেকে ঝরছে বৃষ্টি, স্থবির জনজীবন

ফাইল ছবি

সিলেটে বজ্রসহ বৃষ্টি নামতে পারে, সে পূর্বাভাস আগে থেকেই ছিল। পূর্বাভাস সত্যি করে আজ রোববার (১৯ মার্চ) সকাল থেকে চলছে লাগাতার বৃষ্টি। ভারী বর্ষণ না হলেও এই বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। দুপুর ১২টা পর্যন্ত রাস্তাঘাটে লোকজনের আনাগোনা খুব কম দেখা গেছে। রাস্তায় কম যানবাহনের সংখ্যাও।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়াস সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।