বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়নের ত্রাণ বিতরণ

বিজিবি’র জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) ব্যবস্থাপনায় বন্যাকবলিত জনসাধারণের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ওই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি’র নির্দেশনা অনুযায়ী সিলেট জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বন্যাকবলিত অসহায় জনসাধারণকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২ জুলাই) জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বন্যাদুর্গত এলাকার জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধীনস্থ উত্তরকূল বিওপি কর্তৃক জকিগঞ্জ উপজেলার উত্তরকুল, মিনা পাড়া, দিঘালিয়া ও চৌধুরী পাড়া গ্রামের বন্যাদুর্গত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয় এবং একই ব্যাটালিয়নের অধীনস্থ সালেহপুর বিওপি কর্তৃক জকিগঞ্জ উপজেলার আওতাধীন সালেহপুর, নেয়াগুল ও বলরাম চক গ্রামের বন্যাদুর্গত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।