বাদাঘাটে ভারতীয় চিনিসহ সিএনজি জব্দ, আটক ১

সিলেটের বাদাঘাট এলাকা থেকে ৩৫০ কেজি ভারতীয় চিনিসহ ০১টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় ১ চোরাকারবারীকেও আটক করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তির কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা এলাকার শাহ আলমের ছেলে মো. ইসমাইল (৩৫)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, গতকাল (২১ নভেম্বর) সকাল ১০:০৫ ঘটিকার সময় বাদাঘাট ব্রীজ সংলগ্ন বাংলাদেশ মেরিন একাডেমীর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করে ইসমাইলকে আটক করা হয়। পরবর্তীতে সিএনজি তল্লাশী করে সিএনজির ভিতর বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ০৭ (সাত) বস্তা ভারতীয় তৈরী চিনি, যার প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে সর্বমোট- ৩৫০ (তিনশত পঞ্চাশ) কেজি, যার মূল্য অনুমান ৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা এবং ১টি সবুজ রংয়ের রেজিস্ট্রেশনবিহীন সিএনজি প্রাপ্ত হয়ে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন।

পরবর্তীতে বর্ণিত ঘটনার বিষয়ে জাহার দায়ের করলে আসামী ও তার সহযোগী পলাতক আসামীর বিরুদ্ধে জালালাবাদ থানার মামলা রুজু করা হয়। আটককৃত আসামী মো. ইসমাইলকে (৩৫) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।