ফেঞ্চুগঞ্জে ত্রাণ দিল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ

সিলেটের বন্যাদুর্গত মানুষের মাঝে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। উইমেন্স মেডিকেলের ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুন) ফেঞ্চুগঞ্জ উপজেলার সুরইকান্দি গ্রামে বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

উইমেন্স মেডিকেলের ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. নজরুল ইসলাম ভুইঁয়ার নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা পরিচালক এন আই খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী এ কে আজাদ খান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা গোলজার হোসেন, স্থানীয় ইউপি সদস্য রফিক উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, দাউদ খান বাপ্পা, আবুল বশর খান, নিমার উদ্দিন খান প্রমূখ। এছাড়া ত্রাণ বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে তারা বলেন, সাম্প্রতিক বন্যায় সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ২৫ লক্ষ টাকার ত্রাণ তহবিল গঠন করেছে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। উক্ত তহবিলে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের টাকা উৎসর্গ করা হয়েছে। এই তহবিল থেকে বন্যাদুর্গত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যার্তদের চিকিৎসাসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উইমেন্স মেডিকেল কলেজের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।