ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন দোকান মালিককে জরিমানা ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে মালামাল জব্দ করেছে সিলেট সিটি কর্পোরেশন।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গত ১০ মার্চ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বসানের পর থেকে ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার প্রধান রাজস্ব কর্মকর্তা ও (এক্সিকিউটিভ মেজিস্ট্রেট) মো: মতিউর রহমান খান ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ফারিয়া সুলতানার যৌথ পরিচালনায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় গ্যাসের সিলিন্ডার চুলা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল ও ইফতার সামগ্রী ব্যবসা করায় বিভিন্ন দোকান রেস্তোরাঁর মালিককে নগদ অর্থদণ্ড প্রদান করা হয় এবং ফুটপাত দখলকারী ভ্রাম্যমাণ ব্যাবসায়ীদের সতর্ক করতে মালামাল জব্দ করা হয়।