সুনামগঞ্জের ছাতক উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে উন্নতমানের খেজুর বিতরণ করা হয়েছে। শনিবার (২ জুলাই) এ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় উপ-পরিচালক মনিরুজ্জামান।
বিতরণকালে তিনি বলেন, আর্তমানবতার সেবায় সিভিল ডিফেন্স সর্বদা প্রস্তুত। সাম্প্রতিক বন্যায় লক্ষ লক্ষ মানুষ অসহায় হয়ে অনাহারে দিন কাটিয়েছে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা সুনামগঞ্জের প্রায় সবগুলো উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। আগামীতেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখব।
ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনের নির্দেশনায় শনিবার দুপুরে ছাতকের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে দুই হাজার বন্যার্ত মানুষের মাঝে (প্রতি প্যাকেটে ২কেজি) সৌদি আরবের উন্নতমানের খেজুর বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম, ইন্সপেক্টর আতিকুর রহমান, ছাতক স্টেশনের অফিসার জালাল আহমদ, ছাতক থানার এসআই মঈনুল ইসলাম, ছাতক উপজেলা আনসার বাহিনীর কর্মকর্তা (টিসি) মো. তাজুল ইসলামসহ উক্ত স্টেশনের স্টাফরা।