শ্রীলঙ্কার মতন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় বাংলাদেশসহ ১২টি দেশ হুমকির সম্মুখীন; দেশের অর্থনীতি দেওলিয়াত্ব অবস্থায় পতিত হলে দুর্ভিক্ষ অত্যাবশ্যক হিসেবে সামনে আসবে। উদ্ভূত পরিস্থিতিতে একদিকে আমাদের না খেয়ে মরতে হবে; অন্যদিকে সাম্রাজ্যবাদী অন্যায় যুদ্ধে গুলি ও বোমার আঘাতে মরতে হবে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের কর্মিসভায় বক্তারা এসব কথা বলেন।
সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (শাওন) এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম নেতা বদরুল আজাদ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. জালাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুর মোমিন রাজু, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি রতন চন্দ্র রায় (হৃদয়), সহ-সভাপতি মো. হানিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরাণ থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মো. এনির হোসেন, প্রচার সম্পাদক আব্দুর বাতেন, অর্থ সম্পাদক নোবাব আহমদ রাজ, দপ্তর সম্পাদক রেজাউল করিম সরকার (রবিন),সাবেক সহ-সভাপতি মারুফ মিয়া, সদস্য মো. জাবেদ মিয়া, মো. রাজু মিয়া, মো. পাপ্পু মিয়া, মো. সোহেল মিয়া, আফজাল হোসেন, মো. রনি আহমদ, প্রিন্স, মুন্না মিয়া, উজ্জল শেখ, ইমন আহমদ, মো. আলমগীর হোসেন, রেদুয়ান আহমদ, আপ্তাব মিয়া সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, প্রেস/মুদ্রণ শ্রমিকরা বিভিন্ন সমস্যা-সংকট, দুঃখ কষ্টে মানবেতর জীবনযাপন করলেও বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য মজুরি জীবনের নিরাপত্তা, দুর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়া, চাকরির অনিশ্চয়তা ইত্যাদি সমস্যা নিয়ে স্ত্রী, পুত্র-কন্যা, বাবা-মাকে নিয়ে কঠিন জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। অথচ আইন হওয়ার ৩ মাস হতে চললেও মালিকরা তা বাস্তবায়ন করছেন না। মালিকরা শ্রমআইন মানেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরও শ্রমআইন লঙ্ঘনের দায়ে কোনো ব্যবস্থা গ্রহণ করে না।
সভা থেকে অভিলম্বে প্রেস/মুদ্রণ শিল্পে সরকার ঘোষিত নিন্মতম মজুরি কার্যকর করার জন্য সকল প্রেস/মুদ্রণ মালিকদের প্রতি আহবান জানান। একইসাথে ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইনের পূর্ণ বাস্তবায়ন, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারসহ প্রেস শ্রমিক ইউনিয়নের ৮ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।