ধর্মপাশায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

সুনামগঞ্জের ধর্মপাশায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রায় ৬০ জন কৃষক-কৃষাণী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার কৃষি কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মতিউজ্জামান।

এসময় অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।