নিজের খড়ের ঘরে আগুন লাগার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দোয়ারাবাজার উপজেলার করালিয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসি শাকিল আহমদের পরিবারের লোকজন। নিজের খড়ের ঘরে আগুন লাগানোর অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন শাকিল আহমদের স্বজন ভুক্তভোগী আফ্তাব উদ্দিন।
অভিযোগ পাওয়া গেছে, দোয়ারাবাজারের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের লাটিয়াল বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। গত কয়েক বছর যাবৎ গিয়াস উদ্দিনের লাটিয়াল বাহিনীর তাণ্ডব ও মামলা-হামলায় জর্জরিত এলাকার নিরীহ পরিবারের লোকজন।
সরেজমিনে উপস্থিত হয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত গ্রামের শাকিল আহমদ ও গিয়াস উদ্দিনের পরিবারের মধ্যে হামলা-মামলা চলে আসছে। পূর্ব শত্রুতার জেরে প্রবাসির পরিবারে লোকজনসহ আত্মীয়-স্বজন এখন নিরাপত্তা হীনতায়।
করালিয়া গ্রামের রহমত আলীর পুত্র আপ্তাব উদ্দিনের অভিযোগ, গত সোমবার রাতে তার ঘরটি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের পুত্র রাজ উদ্দিন ও হুশিয়ার মীরের পুত্র তোফায়েল মীর সহ তাদের লোকজন। তাদের ভয়ে এলাকার লোকজন কেউ মুখ খোলতে রাজি হয়নি।
এছাড়াও একই গ্রামের প্রবাসির ভাই আশিক মিয়া জানান, প্রতিপক্ষের লোকজন প্রতিরাতে তাদের টিনের চালে রাতের আঁধারে ইটপাটকেল ছুঁড়ে। ভয়ে কেউ ঘর থেকে বাইরে বের হতে পারেন না। একটু ঘুমিয়ে পড়লে দরজা-জানালায় লাথি মেরে মহিলাদেরকে আতংকিত করে এবং হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তারা। এ অবস্থায় পরিবারের লোকজন প্রতিনিয়ত নিরাপত্তা হীনতায় ভুগছেন।
যুক্তরাজ্য প্রবাসির বয়োবৃদ্ধ মা মোছা. আয়ফুল বেগম বলেন, ‘প্রতিরাত আমার বসতঘরের চালে ইটপাটকেল ছোড়া হয়। এতে আমাদের পরিবারে আতংক বিরাজ করছে। আমাদের গ্রামের সাবেক মেম্বার ভাড়াটিয়া ডাকাত এনে বাড়িঘর ডাকাতি করানোরও হুমকি দিয়েছেন।’
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানান, ‘আগুনে পুড়িয়ে দেয়া স্থান পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’