দক্ষিণ সুরমায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ, ৪ পুলিশ আহত

সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে দক্ষিণসুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঘন্টাব্যাপী চলমান সংঘর্ষে দক্ষিণসুরমা থানার সহকারি পুলিশ কমিশনার (এসি) মাইনুদ্দিনসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার।

ঘটনার সম্পর্কে তিনি জানান, নর্থ ইস্ট মেডিকেল কলেজের এক শিক্ষার্থী কলেজ গেটের সামনে মোবাইল রিচার্জ করতে যায়। এ সময় দোকানি ওই ছাত্রীর সাথে খারাপ ব্যবহার করলে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোক জড় হলে সংঘর্ষ বাঁধে। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় দক্ষিণ সুরমা থানা পুলিশ এসে সংঘর্ষ থামাতে গিয়ে মাঝখানে অবস্থান নিয়ে তাদের ছোঁড়া ইটপাটকেলে দক্ষিণসুরমা থানার সহকারি পুলিশ কমিশনার মাইনুদ্দিনসহ ৪ পুলিশ সদস্য আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সংঘর্ষে দুপক্ষের কেউ তেমন আহত হয়নি বলে জানান তিনি।

এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওঅস মো. কামরুল হাসান তালুকদার।