তীব্র গরমে যখন অতিষ্ট জনজীবন, তখন সিলেট ও সুনামগঞ্জে মুষলধারে নেমেছে স্বস্তির বৃষ্টি।
শুক্রবার রাতে সিলেট নগরী, সুনামগঞ্জ জেলা সদর ছাড়াও দুই জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে।
পূর্বাভাস ছিল আগে থেকেই। সন্ধ্যা থেকেই বইছিলো মৃদু হাওয়া। শেষপর্যন্ত রাত হতেই বৃষ্টির দেখা মিললো প্রবলভাবেই।
সুনামগঞ্জ জেলা সদরে বৃষ্টি মিনিট বিশেষ স্থায়ী হলেও রাত ৩টায় এ প্রতিবেদন লেখার সময়ও সিলেট নগরীতে চলছে মুষলধারে বৃষ্টি।
বৃষ্টি নামায় স্বস্তি প্রকাশ করে ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, সারাদিন তীব্র গরম ছিল। সেই সাথে লোডশেডিং এর কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এখন বৃষ্টি হওয়ায় প্রশান্তি মিলবে।