সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
‘নিরাপদ জ্বালানি ও ভোক্তা বান্ধব পৃথিবী’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কনজুমার রাইটস বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন, কনজুমার রাইটস বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমাজকর্মী আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা, সমাজসেবা অফিসার তৌফিক আহমদ, সমবায় অফিসার আশিষ আচার্য্য, ক্যাব সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাকসাম, তাহিরপুর বাজার বণিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম প্রমুখ।