জগন্নাথপুরে কলেজ ও মাদরাসায় পাসের হার ৯০.৩১ এবং ৯৫.৮৯ শতাংশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ। এতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনস্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পঁচিশটি কলেজ ও মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পাঁচটি মাদ্রাসায় জিপিএ-৫ সহ মোট এক হাজার ৮ শত ৩৩ জন শিক্ষার্থী পাস করেছেন। অকৃতকার্য হয়েছেন আরও এক শত ৮০ জন শিক্ষার্থী। এবছর উপজেলায় কলেজ ও মাদরাসা মিলে জিপিএ-৫ এর সংখ্যা একত্রিশ।

উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যানুসারে, এ বছর জগন্নাথপুর উপজেলার কলেজ ও মাদ্রাসা থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট দুই হাজার ১৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

জগন্নাথপুর ডিগ্রি কলেজ ৭ শত ৬৮, সৈয়দপুর আদর্শ কলেজ ১ শত, শাহজালাল মহাবিদ্যালয় ২ শত ৬৬, রানীগঞ্জ কলেজ ২ শত ৬, ষড়পল্লি স্কুল এণ্ড কলেজ আঁশি, নয়াবন্দর স্কুল এণ্ড কলেজ সত্তর, শ্রীরামসী হাইস্কুল এণ্ড কলেজ আটচল্লিশ, চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ আটাশি, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এণ্ড কলেজ চুয়াত্তর ও পাটলী উইমেন্স কলেজ পঁয়তাল্লিশ জনসহ মোট এক হাজার ৭ শত ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেন এক হাজার ৫ শত ৭৬ জন শিক্ষার্থী। যার শতকরা হার ৯০ দশমিক ৩১ শতাংশ।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরিক্ষায় হবিবপু-খেসবপুর ফাজিল মাদরাসা ত্রিশ, ইকরচই জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা সাতান্ন, হলিয়ার পাড়া জামেয়া কাদেরিয়া ফাজিল মাদরাসা উনিশ, সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদরাসা আটাত্তর, রানীগঞ্জ বাজার আলিম মাদরাসা একুশ, রসূলগঞ্জ জামেয়া আলিম মাদরাসা একুশ ও আল জান্নাত ইসলামি এডুকেশন ইন্সটিটিউট কামিল মাদরাসার বিয়াল্লিশ জনসহ মোট দুইশত আটাত্তর জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে দুইশত ৫৭ জন শিক্ষার্থী পাস করেন। যা শতকরায় দাঁড়ায় ৯৫ দশমিক ৮৯ শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গির আলম বলেন, এবার উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে কলেজে ২৫ টি ও মাদ্রাসায় ৫টি জিপিএ-৫ সহ কলেজ ও মাদ্রাসার মোট ১ হাজার ৮শত ৩৩ জন শিক্ষার্থী পাস করেছেন এবং ১৮০ জন পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ।এর মধ্যে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯০ দশমিক ৩১ শতাংশ অন্যদিকে আলিম পরীক্ষায় পাশের হার ৯৫ দশমিক ৮৯ শতাংশ।