জকিগঞ্জের শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, নৈশপ্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী ও নিয়োগপ্রার্থী ইয়াহইয়া আহমদ, তোফায়েল আহমদ, অলিউর রহমান ও সামসুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক অফিসারসহ বিভিন্ন দপ্তরে রোববার লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে তারা বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি তাদের আত্মীয় ও পছন্দের প্রার্থীকে আবেদনের তারিখ অতিবাহিত হওয়ার পরও আবেদন অদল বদল এবং পরীক্ষার প্রশ্ন পত্র সরবরাহ পরিকল্পিতভাবে নিয়োগ দেয়া হয়েছে। উক্ত নিয়োগে বড় অংকের আর্থিক লেনদেনেরও অভিযোগ করেন তারা।
তারা অভিযোগ করে বলেন, পূর্ব থেকে নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন করে শুধুমাত্র বৈধতা দিতে লোক দেখানো নিয়োগ পরীক্ষা নেয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান, সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।