চুনারুঘাটে শিকার হওয়া মায়া হরিণ উদ্ধার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শিকার হওয়া মায়া হরিণ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, রেমা-কালেঙ্গা বনাঞ্চলের সবচেয়ে সুন্দর প্রাণী হচ্ছে মায়া হরিণ। বিলুপ্তপ্রায় এ প্রাণীটি বারবার শিকারীদের হাতে হাতে মারা পড়ে।

আজও বিলুপ্তপ্রায় ১০/১২ দিনের একটি মায়া হরিণের শাবককে শিকার করে নিয়ে যাওয়ার সময় রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সিএমসি’র সদস্য এবং টহল দলের সভাপতি আমীর হোসেন (সাবেক মেম্বার) টহল দলের সদস্য আলাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিকারিদের ধাওয়া করলে তারা হরিণের শাবকটিকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের হাতে আটককৃত মায়া হরিণের শাবকটিকে উদ্ধার করে স্থানীয় ভোলারজুম বাজারে নিয়ে আসা হয় এবং বিষয়টি বন কর্মকর্তাদের অবহিত করা হয়।

এ প্রতিবেদন লেখার সময় মায়া হরিণটি স্থানীয়দের জিম্মায় রাখা আছে। এটি বন কর্মকর্তাদের হাতে স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।