হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় শিকলবন্দী বানর উদ্ধারের পর বনবিভাগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, সাতছড়ি রেঞ্জ।
জানা গেছে, একটি বানরকে শিকলবন্দী করে রেখেছিলেন চুনারুঘাট পৌরশহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক কাউন্সিলর আকছির ভান্ডারী। বুধবার ব্যবসায়িক নেতা সাজিদ রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলবন্দী বানরের মুক্তির দাবি রেখে একটি ভিডিও পোস্ট করলে সেটি প্রশাসনের নজরে আসে। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ধারা অনুযায়ী অবৈধভাবে বনের বানর ক্রয় ও শিকলবন্দী করে রাখার দায়ে আকছির ভান্ডারীকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শৃঙ্খলিত বানরটি উদ্ধার করে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।