চুনারুঘাটে বীরাঙ্গনা সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ আলোকচিত্র প্রদর্শনী

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় একাত্তরের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা নারীদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) চুনারুঘাট উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে উদ্বোধনী, সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহবুব আলম মাহবুব, উপজেলার সাবেক কমান্ডার আব্দুস ছামাদ, প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাধারণ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক আজিজুল হক মাস্টার, আতাউর রহমান, নাট্য অভিনেতা সাইফুল জার্নাল, উৎপল, নিপু, রাকিব প্রমুখ।

একই দিনে চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সার্বিক সহযোগিতায় “সংগ্রামে বিজয়ে বাঙালী আলোকচিত্র প্রদর্শনী” স্লোগান ধারন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংগ্রামের আলোকচিত্রমালা, চুনারুঘাট উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের আলোকচিত্র ও হবিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসসহ চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির ক্যামেরায় সংগ্রাম ও অন্যান্য আলোকচিত্র নিয়ে বিজয়ের মাস ডিসেম্বর দুদিন ব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।

মুক্তিযুদ্ধের সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে দুইদিন ব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীতে উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রীসহ বিভিন্ন বয়সের মানুষের আগমণে প্রাণবন্ত ছিল শহিদ মিনার প্রাঙ্গন।