বিশ্বকাপের আগেই অফ ফর্মে ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে ফর্মের দেখা নেই, তিন ম্যাচে মাত্র এক গোল করেছেন, সেটাও পেনাল্টি থেকে।
তিন ম্যাচেই নির্ধারিত সময়ের আগেই রোনালদোকে তুলে নিয়েছেন পর্তুগাল কোচ সান্তোস। ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফিলিক্সের দারুণ পারফর্মেন্স আরও চাপে ফেলে দিয়েছে পর্তুগালের অধিনায়ককে।
তবে এবার যেন সব সীমা অতিক্রম করে গেলেন! বিশ্ব বিখ্যাত ফুটবল রেটিং সাইট সোফাস্কো চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ‘ফ্লপ’ একাদশে রেখেছে রোনালদোকে।
যারা সবচেয়ে খারাপ খেলেছেন তাদের নিয়েই এই একাদশ সাজানো হয়। রোনালদো বাদে শেষ ষোলোর দল থেকে শুধু অস্ট্রেলিয়ার ম্যাথু লিকি রয়েছেন এই একাদশে। তিন ম্যাচে রোনালদোকে গড় রেটিং দেওয়া হয়েছে মাত্র ৬.৩৭!
স্বাভাবিকভাবেই সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া কাতারের চারজন ফুটবলার রয়েছেন এই একাদশে। তবে আর্জেন্টিনা, ব্রাজিল বা ফ্রান্সের কেউ নেই এই একাদশে।