গুরুতর আহত ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও তার স্ত্রী তোহফা সাদিয়া বিথী। উন্নত চিকিৎসার জন্য দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে তাদের।

মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পবিত্র ঈদুল আজহা পরিবারের সঙ্গে উদযাপন করতে স্ত্রী তোহফা সাদিয়া বিথিসহ নিজ এলাকা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় গিয়েছিলেন তিনি। ঈদ উদযাপন শেষে মঙ্গলবার ভোরে ঢাকা ফেরার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘটনাস্থলে আসলে শোভনকে বহনকারী প্রাইভেটকারে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস (হাইস) ধাক্কা দেয়। এতে শোভনের প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং শোভন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া ক্যান্টনমেন্টে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মো. রফি তালুকদার বলেন, ঈদ উদযাপন শেষে শোভন, তার স্ত্রী ও পীযূষ এবং শাকিল নামে আরও দু’জন কুড়িগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি হাইস শোভনের গাড়ির ডান পাশে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শোভন আহত হলেও বাকিরা অক্ষত রয়েছেন।