ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক দিবস উদযাপন

আজ রোববার (১ জানুয়ারি) ‘নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এ স্লোগানে সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ‘পাঠ্যপুস্তক উৎসব’ দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. রোকনুজ্জামান খাঁন, এইসি; উপাধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল ছিল শিক্ষার্থীরা।

অধ্যক্ষ সমাপনী ভাষণে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশ স্বাধীন হওয়ার পরেই গুনগত শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার উদ্দেশ্য যেন শুধু সার্টিফিকেট সর্বস্ব না হয়। শিক্ষা যেন হয় সকলের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, মানবতার জন্য ও সামগ্রিক উন্নয়নের জন্য। বই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক। বই তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। তাই আনন্দের সাথে বই পড়তে হবে।

পড়াশোনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নৈতিকতা সম্পন্ন, মানবিকগুণে সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।