সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল নয়টায় মাঝেরগাঁও গ্রামের মনিপুর পাড়ায় পাহাড় থেকে লোকালয়ে চলে আসে অজগর সাপটি।
স্থানীয়রা জানান, সাপটি একটি সিএনজি অটোরিকশার সামনের চাকায় অবস্থান করে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় স্থানীয় উৎসুক জনতা সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় জমান।
উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান জানিয়েছেন, সকাল নয়টায় স্থানীয়রা সাপটি আটক করে। দুপুর ১২ টার দিকে বন বিভাগের লোকদের কাছে সাপটি হস্তান্তর করা হয়েছে।
উত্তর রণিখাই ফরেস্ট বিট কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, সাপটি ষমিান্তের পাহাড়ি অঞ্চল থেকে ঢলের সাথে নেমে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে অজগর সাপটি সিলেটের টিলাগড়স্থ ইকোপার্কে অবমুক্ত করা হতে পারে।