আগামীকাল রবিবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন ‘চোখ ফিল্ম সোসাইটি’র আয়োজনে তিন দিনব্যাপী ‘বহুভাষিক চলচ্চিত্র উৎসব ২০২৩ শুরু হতে যাচ্ছে। এতে স্পনসর পার্টনার হিসেবে রয়েছে Kampus Group BD.
দ্বিতীয়বারের মত আয়োজিত এ বহুভাষিক চলচ্চিত্র উৎসবের অগ্রিম টিকেট ক্যাম্পাসের অর্জুনতলায় চোখ ফিল্ম সোসাইটির টেন্টে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া প্রদর্শনী চলাকালীন সময়ে অডিটোরিয়াম এর সামনেই অনস্পট টিকিট পাওয়া যাবে।
উৎসবের প্রথমদিন রবিবার (১২ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায়, সন্ধ্যা ৬টায় ও সাড়ে রাত ৮টায় সুনামগঞ্জের হাওড় অঞ্চলের জীবনধারা নিয়ে মোহাম্মদ কাইয়ুম নির্মিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি সম্প্রতি হিরালাল সেন চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হয়। এছাড়া গত ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কারপ্রাপ্ত হয়।
উৎসবের দ্বিতীয় দিন ১৩ই ফেব্রুয়ারিতে বিকেল ৩টায় প্রদর্শিত হবে ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ The Kite Runner’, সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বাংলা ভাষার চলচ্চিত্র ‘দোস্তজি’ এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে অ্যানিমেশন চলচ্চিত্র ‘Inside Out’।
এ উৎসবের শেষ দিন ১৪ই ফেব্রুয়ারি দুপুর ১২টায় ফারসি ভাষার চলচ্চিত্র ‘The Colour Of Paradise’, বিকাল ৩ টায় কোরিয়ান ভাষায় নির্মিত চলচ্চিত্র ‘The Gangster, The Cop, The Devil’, সন্ধ্যা ৬টায় কন্নড় ভাষার চলচ্চিত্র ‘Kantara’ এবং রাত সাড়ে ৮টায় জাপানিজ ভাষায় নির্মিত অ্যানিমেশন ‘The Silent Voice’ প্রদর্শিত হবে।