কানাইঘাটে স্কুলছাত্রী দুই বোনকে উত্যক্ত, থানায় অভিযোগ

কানাইঘাট পৌর শহরে অবস্থিত রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান আপন দুই বোনকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করার ঘটনায় ৩ ইভটিজারদের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা মাহমুদ হোসেনের দুই মেয়ে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। সম্প্রতি এ দুই বোন স্কুলে যাওয়া-আসার পথে রায়গড় গ্রামের ভাড়াটিয়া বাসায় বসবাসরত ফখরুল ইসলামের পুত্র জুবের আহমদ (২১), জাকারিয়ার পুত্র রোমান আহমদ (২৫) ও শাওন আহমদ (২০) নামে ৩ যুবক প্রেম নিবেদনসহ উত্যক্ত করে আসছিল। দুই বোন বিষয়টি তাদের পরিবার ও আত্মীয়-স্বজনদের অবহিত করলে তারা উত্যক্তকারী ৩ যুবকের পরিবারের কাছে বিচার দেয়ার পরও কোন প্রতিকার পাননি। উল্টো বিচার দেয়ার পর আরো বেপরোয়া হয়ে দুই বোনকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতে থাকে তারা।

সর্বশেষ গত বুধবার (৯ আগস্ট) বিকেলে স্কুল ছুটির পর দুই বোন বাড়ি ফেরার পথে বিকেল ৫টায় রায়গড় খালেরপাড় মসজিদের সামনে রাস্তায় পৌঁছালে জুবের, রোমান ও শাওন তাদের পথ আটকিয়ে উত্যক্ত করতে থাকে। বিষয়টি দূর থেকে দুই শিক্ষার্থীর ভাই আব্দুল মুমিনসহ স্থানীয় কয়েকজন লোক দেখতে পেয়ে এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।

উত্যক্তের ঘটনায় দুই শিক্ষার্থীর ভাই আব্দুল মুমিন বাদী হয়ে এ ৩ যুবকের বিরুদ্ধে ঐদিনই থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিক্ষার্থীদের উত্যক্তের বিষয়টি জেনে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদকে কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভি করেননি।

পরে স্কুলের প্রধান শিক্ষক থানার ডিউটি অফিসারকে ফোন করলে ডিউটি অফিসার তাকে বলেন, ‘থানার ওসি স্যার অনেকের ধরেন না।’ এরপর আবারো প্রধান শিক্ষক মামুন আহমদ ওসি গোলাম দস্তগীর আহমদের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেন। এ সময় প্রধান শিক্ষক তার শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর উত্যক্তের মামলাটি কোন অবস্থায় রয়েছে জানতে চাইলে ওসি গুরুত্ব দেননি বলে প্রধান শিক্ষক মামুন আহমদ স্থানীয় সাংবাদিকদের জানান।

এ ব্যাপারে ওসি গোলাম দস্তগীর আহমদের সাথে ছাত্রী উত্যেক্তের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে গত বুধবার এ নিয়ে মারামারির ঘটনা ঘটেছে, এতে একজন আহত হয়ে ওসমানীতে ভর্তি রয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।