কানাইঘাট ও গোয়াইনঘাটে ক্ষতিগ্রস্তদের অর্থ প্রদান

সিলেটের কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় ৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ জুলাই) কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হয়।

RELI প্রকল্পের আওতায় এ আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ’র চেয়ারম্যান ও সিনিয়র সচিব (অব:) মো. আব্দুস সামাদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরীসহ অনেকে।

এ সময় জেলা প্রশাসক বন্যা ও কোভিড মোকাবেলা করে টিকে থাকার কারণে কানাইঘাটবাসীকে কৃতজ্ঞতা জানান। তিনি এই বন্যা পরবর্তী সময়ে নগদের মাধ্যমে কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার এসডিএফ’র ১৩ হাজার ৮৮৬ জন সদস্যের মাঝে ৬ কোটি ৯৪ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, শনিবার গোয়াইনঘাট উপজেলায় ২টি ক্লাস্টারে ৬৬টি গ্রামের ৬ হাজার ৯৫০ জনের মাঝে ৩ কোটি ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং কানাইঘাট উপজেলায় ৬৬টি গ্রামে ৬ হাজার ৯৩৬ জন উপকারভোগীর মাঝে ৩কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।