এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ‘ইয়াং ইকোনমিস্ট ফোরামের’ কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা, নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানায়। অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ও এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তাহের বিল্লাল খলিফা, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান ড. মোহাম্মদ জামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রভাষক আশিকুর রহমান ও নৌরুশ জাহান দিনার প্রমুখ।

তাঁরা দিকনির্দেশনামূলক বক্তব্য ও ফোরামের কার্যবলির দিকে আলোকপাত করেন। সভায় বিদায়ী কমিটির সহ-সভাপতি নোমানুর রহমান ও সাধারণ সম্পাদক তাসফিয়া তাহরা বক্তব্য রাখেন।

সভার শেষ দিকে ড. তাহের বিল্লাল খলিফা চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটিতে অর্থনীতি বিভাগের প্রভাষক আশিকুর রহমান সভাপতি, প্রভাষক নৌরুশ জাহান দিনার কোষাধ্যক্ষ, অনন্যা ভৌমিক ও মিনহাজুল ইসলাম ফারদিন জ্যেষ্ঠ সহ-সভাপতি, অন্নপূর্ণা দেবনাথ জুঁই সহ-সভাপতি ও শাহরিয়ার জামান সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্যান্য ১০টি পদে অর্থনীতি বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে। দায়িত্ব গ্রহণ করে নবগঠিত কমিটির আশিকুর রহমান ও অনন্যা ভৌমিক সবার সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।