এইচএসসির ফলাফলে উপজেলার শীর্ষে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৮৩ শতাংশ ফলাফলসহ দুইটি জিপিএ-৫ অর্জন করে উপজেলার শীর্ষে অবস্থান করে নিয়েছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এ বছর মোট পরীক্ষার্থী ছিল একশত ২০ জন। এরমধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন একশত ১৫ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে একযোগে স্ব স্ব শিক্ষা বোর্ড এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করলে এ তথ্য পাওয়া যায়।

এবারের এইচএসসি পরীক্ষায় শান্তিগঞ্জ উপজেলার চার কলেজ থেকে মানবিক বিভাগে মোট ৪ শত ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্য থেকে কৃতকার্য হয়েছেন ৪ শত ২৩ জন। অকৃতকার্য হয়েছেন ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছেন পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ফলাফলও ৯৫ দশমিক ৮৩। তবে সেই প্রতিষ্ঠান কোনো জিপিএ-৫ পায়নি। ৯০ শতাংশ ফলাফল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। ৭৭ দশমিক ৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে উপজেলা সদরের আবদুল মজিদ কলেজ।

শান্তিগঞ্জ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৮৮ শতাংশ এবং আলিমে পাসের হার ৮৯ দশমিক ১ শতাংশ। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় দুইটি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। মাদ্রাসায় পাশের হার ৮৯ দশমিক ১ শতাংশ। জিপিএ-৫ একটি ৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।

ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। যেকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে মনিটরিং কার্যক্রম জোরদার করবো আমরা।

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরব আলী বলেন, ভালো ফলাফল হওয়ায় আমরা খুশি। আমরা আমাদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।