ইউপি নির্বাচনে : গোয়াইনঘাটে আব্দুল মান্নানের মনোনয়ন জমা

আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সামাজিক সংগঠন সীমান্ত যুব সংঘের সভাপতি ও যুব সমাজ কর্তৃক পরিচালিত গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইকরামুল কবীর এর কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় তার সাথে ওয়ার্ডের মুরব্বি ও যুব সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম জমা শেষে আব্দুল মান্নান বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ওয়ার্ডবাসীর সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করছি। মহামারী করোনার সময় পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের গরীব অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়াসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি।

এছাড়াও ২০১১ সাল থেকে আমার ওয়ার্ডের ৫টি গ্রামের অসহায়, হতদরিদ্র ও শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুদের প্রাথমিক স্তরে সু-শিক্ষায় শিক্ষিত করার লক্ষে স্থানীয় যুব সমাজের সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয় তৈরি করে বিনা বেতনে ৪ শতাধিক শিক্ষার্থীদের পড়া লেখার ব্যাবস্থা করেছি।

আমি শতভাগ আশাবাদী এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, আব্দুল মান্নান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে অংশগ্রহণ করে ৫ জন প্রার্থীর মধ্যে ২য় স্থান অর্জন করেন।