আর্জেন্টিনার সোল দা মায়োতে যোগ দিলেন জামাল ভূঁইয়া

নুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার ক্লাব সোল দা মায়োর সঙ্গে চুক্তি সেরে নিয়েছেন জামাল ভূঁইয়া।

বাংলাদেশ সময় শুক্রবার (১৮ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে জামালকে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এই পরিচয় পর্বটি ফেসবুক লাইভে প্রকাশ করেছেন জামাল নিজেই।

ফেসবুক লাইভের শুরুতেই ক্লাবের ৬ নম্বর জার্সি হাতে জামালকে দেখা যায়। এ সময় তার সামনে দুই পাশে ছিল সাজিয়ে রাখা বাংলাদেশের পতাকা। লাইভের শুরুতে উচ্চ স্বরে মিউজিক বাজতেও শোনা যায়। ভাষাগত জটিলতার কারণে অবশ্য সে সময় জামাল নিজের অনুভূতি প্রকাশের জন্য দোভাষীর সাহায্য নেন। স্প্যানিশ ভাষায় করা প্রশ্নগুলোর উত্তরও জামাল দিয়েছেন সেই দোভাষীর সাহায্যে।

শুরুতে ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো স্বাগত জানান জামালকে। তিনি এ সময় বলেছেন, ‘জামাল এখানে আসায় তাকে অনেক ধন্যবাদ। জামাল এখানে আসায় আমরা খুব খুশি। জামালকে ক্লাবের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ করা হবে।’

এ সময় জামালের লক্ষ্য কী জানতে চাইলে জামাল বলেছেন, ‘আমি এখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে, অনুসরণ করে। আমি এখানে আমার দক্ষতা দেখাতে এসেছি। আশা করি, আমি যদি ভালো করি, আরও দুই-তিনজন বাংলাদেশি এখানে আসতে পারবে। আমি ক্লাবকে আমার অভিজ্ঞতা দিতে পারি। আমার বেশকিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আমি দলে নতুন প্রাণশক্তি দিতে চাই। আমি চাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোল দা মায়োকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে।’

সিলেট ভয়েস/এএইচএম