বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল)। আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) বাঙালি সাড়ম্বরে বরণ করে নেবে নতুন বাংলাবর্ষ ১৪৩০ বঙ্গাব্দকে। একই সঙ্গে বসন্তকে বিদায় দিয়ে প্রকৃতি স্বাগত জানাবে নতুন ঋতু গ্রীষ্মকে।
চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের দিনে বাঙালির সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব উদযাপিত হয়। বাংলা বর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে জড়িয়ে আছে চৈত্র সংক্রান্তির দিনটি। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি কিংবা বাংলার মানুষ এই দিনকে কেন্দ্র করে উৎসব করেন। কখনও ধর্মীয় বিশ্বাস, কখনও আবহমান বাংলার ঐতিহ্য আর লোক লোকায়িত উৎসবের ধ্বনি পাওয়া যায় এই একটি দিনকে ঘিরে।
আর সিলেটে বিগত বছরগুলোর মতো আজও সুরমা নদীর পাড় চাঁদনী ঘাটে ১৪২৯ বাংলাকে বিদায় জানিয়ে ও নববর্ষ ১৪৩০ বাংলাকে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। আলী আমজদের ঘড়িঘর সংলগ্ন এলাকায় সন্ধ্যা পৌনে ৭টায় এই বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে।
এছাড়া সিলেটে এবারও ‘নৃত্যশৈলী’ বর্ষবিদায়ের আয়োজন করেছে। ১৪২৯ বঙ্গাব্দের শেষ বিকেলে আজ নৃত্যশৈলীর স্থায়ী ক্যাম্পাসে বর্ষবিদায় অনুষ্ঠানটি হবে। এতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।