অসাম্প্রদায়িক চেতনা লালন করেই শেখ হাসিনার পথচলা : ডা. দুলাল

সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, পূজার একটি অন্তর্নিহিত মাধুর্য রয়েছে। পূজা মানুষে-মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন।

রবিবার (২২ অক্টোবর) দিনব্যাপী ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

ডা. দুলাল বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে লালন করেই শেখ হাসিনার পথচলা। জাতির জনকের অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আজ তারই কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই বাস্তবায়ন হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে শারদীয় দুর্গাপূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে না। একটি সুন্দর সমাজ বিনির্মাণে সব শ্রেণির মানুষদের নিয়েই শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন।

বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য নজমুল ইসলাম, শেখর দাস, আওয়ামী লীগ নেতা আব্দুল আলী, সাবেক ছাত্রনেতা রনি হাসান, শেখ মুমিনুল হাসান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সেহান উদ্দিন সেজু, সারওয়ার সিদ্দিক, রিফুল মিয়া প্রমুখ।