সিলেটের মঞ্চে আজ নতুন নাটক ‘বনফুরলের ফুল’

আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সিলেটে মঞ্চস্থ হবে নতুন নাটক ‘বনফুরলের ফুল’। সূত্রধার নাট্যদলের প্রযোজনায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি।

সুফি সুফিয়ানের রচনা ও আবদুল্লাহ আশরাফের মঞ্চ-আলো এবং নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন- সুতপা বিশ্বাস পল্লবী, শাহ শরীফ উদ্দিন, হাসান লিমন, সৃজন চন্দ মন, সৌরভ রায় শাওন, নাহিয়ান চৌধুরী নাফি। সংগীত আয়োজন করেছেন পল্লবী মৌ। সংগীত প্রক্ষেপণ করবেন আহমেদ সাইফ।

‘বনফুরলের ফুল’ নাটকটি একটা ভূতুড়ে সমাজের গল্প। যেখানে ঘুরে বেড়ায় ভোগের ঘোড়ার সওয়ার হওয়া কতিপয় মানুষ। যারা প্রাপ্তির লোভে ফরমান করে নতুন আইন।

সংশ্লিষ্টরা জানান, লোকপৃথিবীর ধূর্ত অন্ধকার, নারী জন্মের ক্ষোভঘৃণা আর নগাই সাপের উত্থিত ফণার মুখোমুখি হতে চাইলে ‘বনফুরলের ফুল’ নাটকটি দেখতে হবে।