বিলম্বে হলেও অবশেষে ঘোষণা করা হয়েছে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল।
বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।
কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি ১৩ হাজার ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯৬৮ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে মো. সেবুল মিয়া (দোয়াত-কলম) পেয়েছেন ১১ হাজার ৬৯৯ ভোট, আলতাব হোসেন (টেলিফোন) ৮ হাজার ৭০৩ ভোট, গৌছ খান (কৈ মাছ) ৫ হাজার ৭৮৮ ভোট, শমসাদুর রহমান রাহিন (শালিক) ২ হাজার ১৫০, আব্দুল রোসন চেরাগ আলী (ঘোড়া) ১ হাজার ৬৪৪, এস আলী এনামুল হক চৌধুরী (মোটরসাইকেল) ৯৪১, সফিক উদ্দিন (উট) ৫১৮, আকদ্দুস আলী (হেলিকপ্টার) ৪০৩ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে ১৬ হাজার ৯৮৬ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান সুইট। তার নিকটতম প্রার্থী ইসলাম উদ্দিন পেয়েছেন ১৩ হাজার ৫১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে করিমা বেগম ২৩ হাজার ৬৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলিয়া বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ১৫৬।