হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচেও টাইগারদের ব্যাটিং বিপর্যয়। টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। আলজারি জোসেফের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ওপেনার তানজিদ হাসান তামিম আর ওয়ান ডাউনে নামা লিটন কুমার দাস।
২.৪ ওভারে দলীয় ৯ রানে প্রথম সারির ২ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৭ উইকেটে।
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। অতীতে দুই দল ৪৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ ২১ আর উইন্ডিজ ২৩ ম্যাচে জয় লাভ করে।
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, এলিক অ্যাথেঞ্জ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আমির জেনগো, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও জেডেন সিলস।