ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষেই সিরিজ জয় বাকি টাইগারদের। তাই ইংলিশদের বিপক্ষে টাইগারদের একমাত্র লক্ষ্য সিরিজ জয়। সেই আক্ষেপ ঘুচিয়ে ফেলতে দলের মূল অস্ত্র স্পিনাররা। তিন স্পিনার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ খেলা ১২ ওয়ানডে ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এছাড়া শেষ ছয় সিরিজেই অপরাজিত বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।