র্যাব-৯ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাইপগানসহ মারুফ ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক মারুফ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শিমরাইলকান্দি গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।
র্যাব জানায়, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ এর সিপিসি-১ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দক্ষিণ পাশে কুমিল্লা-সিলেট মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত একটি পাইপগান উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মারুফ ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।