সিলেট চেম্বারের কমিটি বাতিলে ৪ দিনের আল্টিমেটাম

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২৪-২৫ সালের পরিচালনা কমিটি বিলুপ্ত করে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে ৪ দিনের আল্টিমেটাম প্রদান করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা। তারা অবিলম্বে দায়িত্বরতদের পদত্যাগ করে সিলেট চেম্বারে প্রশাসক নিয়োগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি বৈধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে সিলেটের আপামর ব্যবসায়ীদের প্রাণের দাবি বাস্তবায়নের আহবান জানান। অন্যথায় আগামী বৃহস্পতিবার সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি প্রদান করেন।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর জেলরোডে সিলেট চেম্বার সংলগ্ন সড়কে নগরীর সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলুর সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এ অঞ্চলের ব্যবসায়ীদের একটি আশা-আকাঙ্খার প্রতীক এবং অভিভাবক সংগঠন।সিলেটের সাধারণ ব্যবসায়ীদের ঐতিহ্যবাহী এই সংগঠনকে তারা নিজেদের ভরসার একটি কেন্দ্রবিন্দু বলে ভাবতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একটি মহল অবৈধ ও অগণতান্ত্রিকভাবে সিলেট চেম্বারের ক্ষমতা কুক্ষিগত করে এই প্রতিষ্ঠানের মান-মর্যাদা ক্ষুন্ন করে যাচ্ছেন। বারবার রাজপথে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা অবৈধভাবে ক্ষমতা আকঁড়ে ধরে থাকাদের পদত্যাগের দাবি জানানো হলেও তারা নির্লজ্জভাবে ক্ষমতা দখল করে লুকোচুরি খেলায় মেতেছেন।’

বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে মানববন্ধন কর্মসূচিতে যোগদান করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আকিক, জালালাবাদ ভেজিটেবল ট্রেড সুপার মার্কেটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়- ভেজিটেবল ট্রেড সেন্টার ব্যবসায়ী সমিতি , ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফেডারেশন, লালদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি, নিউ শ্যামলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি, সিলেট জেলা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতি, দর্শণ দেউড়ী ব্যবসায়ী সমিতি, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতি, করিম উল্লাহ মার্কেট ব্যাবসায়ী কল্যাণ সমিতি, হাসান মার্কেট দোকান মালিক সমিতি, নয়া সড়ক বিজনেস এসোসিয়েশন, মহাজন পট্টি ব্যবসায়ী সমিতি, সিলেট সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, ওরিয়েন্টাল মার্কেট ব্যবসায়ী সমিতি, শোকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতি, হাজী নওয়াব আলী সবজি মার্কেট, জাতীয় ক্ষুদ্র কুটিঁর শিল্প ব্যবসায়ী সমিতি, বিসিক শিল্প মালিক সমিদি, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী সমিতি, শোকরিয়া মাকেট ব্যবসায়ী সমিতি, সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবাসয়ী সমিতি, ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট ব্যবসায়ী সমিতিসহ সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।