বিএনপির করা অগ্নিসংযোগের মামলায় মান্নানের জামিন লাভ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিএনপির ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জামিন পেয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্রের আদালতে হাজির হয়ে তিনি আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। পরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলায় জামিনের সত্যতা নিশ্চিত করেছেন এমএ মান্নানের আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন।

অ্যাডভোকেট রুমেন জানান, আমরা সবাই জানি যে ঘটনার সময় এম এ মান্নান ঢাকায় ছিলেন এবং শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আদালতে এ ঘটনায় কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেন নি বাদি পক্ষের আইনজীবীরা তাই আদালত সব দিক বিবেচনা করে জামিন মঞ্জুর করেছেন।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৪৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূর।

উল্লেখ্য, এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার মামলায় ২০ দিন কারাবাস করে জামিনে মুক্ত হন সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।