সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘খুনী সন্ত্রাসীদের কোন দল নাই। সে যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। সবাইকে মনে রাখতে হবে, বিএনপিতে সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই।’
গতকাল সন্ত্রাসী হামলায় নিহত কানাইঘাট পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুমিন সরকারের জানাজায় উপস্থিত হয়ে এলাকাবাসীর উদ্দেশ্য তিনি এসব বলেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) কানাইঘাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধনপুর বড় মসজিদ মাঠে জানাজা পরবর্তীতে তিনি বলেন, ‘এই তরুণটি স্বপ্ন দেখেছিল, নিজকে বিলীন করে দিয়ে দেশকে গড়ে তুলতে। ভালোবেসে রাজনীতির মত মহৎকর্মে নিয়োজিত করেছিল। জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করেছে। আজ যে তরুণকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই হত্যাকারী যেই হোক এবং হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন দাতা যদি কেউ থেকে থাকে তাকেও আইনের আওতায় নিয়ে আসতে শক্ত পদক্ষেপ নেয়া হবে। আইনগত ভাবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়।’
এ সময় এলাকাবাসী ও আত্মীয় স্বজনসহ আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামী জেলা নায়েবে আমির আনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম সিদ্দিকুর রহমান পাপলু ও কোহিনূর আহমেদ, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলমসহ বিএনপি এবং অঙ্গ-ধসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।