সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে ব্রীজের পাটাতন ভেঙে মালবাহী ট্রাক আটকে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ইছগাঁও নামক স্থানে স্টিলের একটি ব্রীজে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ব্রীজের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি দেখা দিয়েছে। অবশ্য যাত্রীদের পারাপারে নৌকার ব্যবস্থা করেছে পুলিশ ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে রানীগঞ্জ থেকে মালভর্তি একটি ট্রাক জগন্নাথপুর যাওয়ার পথে ইছগাঁও নামক স্থানে স্টিলের ব্রীজের পার হওয়ার সময় ব্রীজের পাটাতন ভেঙে পড়ে। এতে ট্রাকটি ব্রীজের মধ্যবর্তী স্থানে আটকা পড়ে। এতে ব্রীজের উভয় পাশে অন্তত এক কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পাশের লোকজনকে নৌকা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। আগে দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করা হবে। পরে ব্রীজের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে।