সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ ২ শত ঘনফুট পাথর ও বালুসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার শাহ আরফিন টিলায় অভিযান চালিয়ে অবৈধ বালু-পাথরসহ তাদের আটক করা হয়। এসময় তিনটি হাইড্রোলিক ট্রাক্টরও জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন- উপজেলার পাড়ুয়া গ্রামের আ. রহিমের ছেলে তাজুল মিয়া, একই গ্রামের কুটি মিয়ার ছেলে ইকবাল হোসেন, রিয়াজ উল্লার ছেলে শুভ মিয়া, নারাইনপুর গ্রামের মৌলা মিয়ার ছেলে ফিরোজ মিয়া, তার ছেলে নজরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের মৃত ওয়াহিদ উল্লাহর ছেলে আব্দুল গফ্ফার।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শাহ আরফিন টিলার মাজার ধ্বংস করে পাথর উত্তোলনসহ প্রতিনিয়তই লুটপাট হচ্ছে বালু-পাথর। অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও লুটপাট বন্ধে স্থানীয়রা বাঁধা দিলেও প্রশাসনের কোনো প্রকার উদ্যোগে না থাকায় দীর্ঘদিন ধরে লুটপাট হয়ে আসছিল কয়েক কোটি টাকা মূল্যের বালু-পাথর ।
এদিকে পুলিশের এমন অভিযানে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও লুটপাট কিছুটা কমবে বলে আশাবাদী স্থানীয় জনগন। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনোরূপ অভিযান বা পদক্ষেপ না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘সরকার পরিবর্তনের পর থেকেই অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও লুটপাট বন্ধে পুলিশের শক্ত অবস্থান রয়েছে। অভিযান চালিয়ে আজ সাত জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’