সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিপুল পরিমান দেশীয় মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শ্যামারচর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া বিল্লাল মিয়া সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের হাশেম মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিল্লাল ও তার পিতা হাশেম দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মলু মিয়ার আশ্রয়ে শ্যামারচর বাজারে দেশীয় মদ উৎপাদন, সরবরাহ ও বিক্রি করে আসছেন। মঙ্গলবার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে হাশেম মিয়া ঘটনাস্থল থেকে রাতের অন্ধকারে পালিয়ে যান। এসময় তার ছেলে বিল্লাল মিয়াকে দেশীয় ৯৬ লিটার মদসহ হাতেনাতে আটক করে সেনাবাহিনী। পরে তাকে দিরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় মলু মিয়ার দোকান এবং হাশেমের দেশীয় মদ উৎপাদনের যে কারখানাটি রয়েছে তা তালাবদ্ধ করে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) উত্তম বলেন, ‘ইতোমধ্যে আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’