সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের পতাকা মিছিল

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে কালো পতাকা মিছিল করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সিলেট জেলা আহবায়ক কমিটি।

মঙ্গলবার বেলা ১১টায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ সিলেট জেলার উদ্যোগে কালো পতাকা মিছিল শেষে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সিলেট নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর কুলসুমা বেগমের নেতৃত্বে এবং সিলেট নার্সিং কলেজের ছাত্র তাহসিন রিয়াদের সঞ্চালনায় পরিচালিত হয় কালো পতাকা মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট নার্সিং কলেজের শিক্ষক অধিকারী লুক, মিনারা বেগম, সোমা দও, লিপিকা বিশ্বাস, শিউলী বেগম সোহেল আহমদ (বিভাগীয় সমন্বয়ক), ইমরান আহমদ তপাদার, তাজমহল মিয়া, ইলিয়াস আহমেদ, শাহানা বেগম, ইয়াসমিন বেগম, আফিয়া বেগম, তারিক হাসান, রাকিব ভূঁইয়া মুন্সি, নীলিমা পোদ্দার, রঞ্জিত সিংহ, মিলন সিংহ, ইমাম হোসেন, সীমারানি দত্ত, রাহমা বেগম, তাসলিমা আক্তার লিমা প্রমুখ। এছাড়াও সিলেট নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং ও মিডওয়াইফারি স্টুডেন্টস সহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর নার্সগণ।

বিজ্ঞপ্তি-