সুনামগঞ্জে সিগারেট কাণ্ডে যুবক হত্যার ঘটনায় আটক ১

সুনামগঞ্জের সদর উপজেলায় সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাইয়ারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আসামি গ্রেফতারের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. আব্দুল আহাদ।

আটককৃত ওই যুবকের নাম আবেদিন (২২)। তিনি সুনামগঞ্জের সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কুরবান আলী (২৭) নদীর পাড়ে বসে ছিলেন। এসময় আটককৃত আবেদিন কুরবানের কাছে সিগারেট চান। ওই সময় কুরবান তাকে সিগারেট না দিলে একপর্যায়ে দু’জনের মাঝে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে পিটিয়ে কুরবারকে হত্যা করেন আবেদিন। পরে খবর পেয়ে নিহতের আত্নীয়স্বজন এসে তাকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুল আহাদসিলেট ভয়েসকে বলেন, ‘হত্যার ঘটনায় রোববার বিকেলে অভিযুক্ত প্রধান আসামিকে আটক করা হয়েছে। ইতোমধ্যে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’