ডেঙ্গু রোগে একজনের মৃত্যু, হাসাপাতালে ভর্তি আরও ৬১৫

প্রতিকী ছবি

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬১৫ জন। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সূত্র: প্রথম আলো

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ১৭৫ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডেঙ্গু নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশন এলাকা ছাড়াও ঢাকা বিভাগের অন্যান্য জেলার হাসপাতালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০৪ জন।

এছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৪ জন, খুলনা বিভাগে ৬০, বরিশাল বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১৩, ময়মনসিংহ বিভাগে ৬ ও রংপুর বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হন। এ সময় মারা যান ৮৫৩ জন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। এ সময় ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।