সিরিজ সেরার পুরস্কার নিহত রিকশাচালকের পরিবারকে উৎসর্গ করলেন মিরাজ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে প্রথমবারের মতো দেশের বাইরে ‘সিরিজ সেরা’র পুরস্কার জিতেছেন মেহেদি হাসান মিরাজ।

তবে এই অর্জনকে ব্যক্তিগত নয়, মানবিক দৃষ্টিকোণ থেকে বৃহত্তর প্রয়োজনে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিরিজ সেরার পুরস্কারের অর্থ তিনি দান করবেন আন্দোলনে নিহত এক রিকশাচালকের পরিবারের পাশে দাঁড়াতে।

সিরিজ জয়ের পর এক ফেসবুক পোস্টে মিরাজ লিখেছেন, ‘পাকিস্তানের মাটিতে তাদের বিরুদ্ধে প্রথমবারের মতো ২-০ তে টেস্ট সিরিজ জয়। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচে ফিরে পুরো সিরিজজূড়ে অবদান রাখতে পেরে আমি অনেক বেশি আনন্দিত ও গর্বিত।’

তিনি আরও লিখেন, ‘এই অবদান উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ভাই-বোন ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি। আমার আজ ‘ম্যান অব দ্যা সিরিজ’ পুরুষ্কারের প্রাপ্ত অর্থ তুলে দিতে চাই আন্দোলনে শহীদ হওয়া এক রিকশাচালক ভাইয়ের পরিবারের হাতে। দীর্ঘদিন ধরে দুঃসময় পার করে আসা বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। দেশ আমাদের একটাই, আমরাই বাংলাদেশ।’

পুরস্কারের অর্থ দিয়ে মানবিক কাজ করার এই সিদ্ধান্তের মাধ্যমে মিরাজ তার দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। দলের পারফরম্যান্সে যেমন তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন, তেমনি সমাজের প্রয়োজনেও এগিয়ে আসছেন।

বাংলাদেশের ক্রিকেটে মিরাজের এই ভূমিকা শুধু দলকে নয়, পুরো জাতিকে গর্বিত করেছে।