স্বাস্থ্যসেবা নিয়ে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুন) নগরের জেলরোডের আনন্দ টাওয়ারে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কার্যালয়ে সাইটকেয়ার ও গুড এসিই হসপিটালের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন স্থরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির নেতৃবৃন্দ বলেন, দেশের সাধারণ মানুষ অসুস্থ হয়ে উন্নত সেবা নিতে দিগ্বিদিক ছুটতে থাকেন। এ সময় সাধারণ মানুষ ও সমস্যাগুলো সমাধানে রাস্তা খুঁজতে গিয়ে পড়েন দালালদের খপ্পরে। এই বিষয় অনুধাবন করার পর তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) ২০১৫ সাল থেকে শুরু করে গ্রাসরুটস মেডিকেল সার্ভিস নামে একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠিকে সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করা হয়।
এছাড়াও গ্রাসরুটস ট্যুরিজমের মাধ্যমে দেশ ও বিদেশী ডাক্তারদের মাধ্যমে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। অসুস্থ রোগীরা যাতে ভোগান্তির মধ্যে না পড়েন সেই চিন্তা মাথায় রেখে গ্রাসরুটস ট্যুরিজম রোগীদের চিকিৎসা সেবা নির্ধারণ করা, থাকার ব্যবস্থা করা, বিমান টিকিট, ট্রেন টিকিট, গাড়ী যাতাওয়াতের ব্যবস্থা করা, ভিসার ব্যবস্থা করা এবং স্থানীয়ভাবে গাইড ব্যবস্থা করা সহ ভারতের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে রোগীদের সহযোগিতা করছে।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র, ডা. জাহাঙ্গীর, মৌ, সেলিনা আক্তার, মো. জালাল উদ্দিন, মো. মাসুদ আহমদ, নান্টু দেবনাথ, রাতিন্দ্র, আবু তাহের, সুদিপ পাল, আহসান হাবিব, রেজওয়ান আহমদ, হুমায়ুন মুজিব, রাজিয়া সুলতানা, রুহিন খান, ইমরুজ শিমু প্রমুখ।