সিসিকের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী।

দিবসটি উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগর ভবন প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া দিবস উপলক্ষে নগর ভবনের সভাকক্ষে সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেৎ জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর আজম খান, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর রাশেদ আহমদ, কাউন্সিলর মখলিছুর রহমান, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সংরক্ষিত কাউন্সিলর সালমা সুলতানা, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, এসেসর চন্দন দাস, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল প্রমুখ।