সুনামগঞ্জের চার উপজেলায় ভোটগ্রহণ চলছে, ভোটার উপস্থিতি কম

সুনামগঞ্জের ৪টি উপজেলায় দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টায় থেকে বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশাসহ এই চার উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

তবে ভোট গ্রহণ শুরুর পর থেকে কেন্দ্র গুলোতে নারীদের চেয়ে পুরুষদের উপস্থিতির সংখ্যা ছিল কম।

এই ৪ টি উপজেলায় ১৮৩টি ভোট কেন্দ্রে ৫লাখ ২৩ হাজার ৫শ ৬১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। তারমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৬ হাজার ২শ ৪৬জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৩শ ৮জন।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, চার উপজেলা পরিষদ নির্বাচনে ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৩৬ জন প্রার্থী।

চার উপজেলার  ১৮৩ কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৯২টি।

রিটানিং কর্মকর্তা মোহাম্মদ  রেজাউল করিম জানান, সুনামগঞ্জে নির্বানের ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলার চার উপজেলার ১৮৩টি কেন্দ্রে ১ হাজার ৫০ জন পুলিশ সদস্য নির্বাচনী ডিউটিতে নিয়োজিত আছে । পাশাপাশি ২ হাজার ৬৬৭ জন আনসার সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

যদি কোনো কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।