আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে ভোটগ্রহণ কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
মঙ্গলবার ( ১৪ মে) সকাল সাড়ে ৯টায় সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ আহবান জানান জেলা প্রশাসক।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ রিপন আহমেদের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোবারক হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।